বাংলা৭১নিউজ,ঢাকা: করোনায় আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত ৬৬০ জন স্বাস্থ্যকর্মী। তাদের মধ্যে ২৯৫ জন চিকিৎসক, ১১৬ জন নার্স ও ২৪৯ জন অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী। এ তথ্য জানানোর পাশাপাশি এ অবস্থা থেকে উত্তরণে আজ (সোমবার) তিনটি প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমএ আশঙ্কা ব্যক্ত করে বলেছে, চিকিৎসাসেবা প্রদানকারী ব্যক্তিরা বর্তমান হারে করোনাভাইরাসে আক্রান্ত হতে থাকলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়তে পারে।
বিএমএ দাবি করেছে, দ্রুততম সময়ের মধ্যে কোভিড হাসপাতালে নিয়োজিত চিকিৎসক, নার্সসহ সব স্বাস্থ্যকর্মীর জন্য সঠিক মানের পিপিই, এন-৯৫ বা এর সমমানের মাস্ক সরবরাহ করে হবে।
বিএমএ আরো দাবি করেছে, নন-কোভিড হাসপাতালের প্রবেশদ্বারে ট্রায়াজ সিস্টেম চালু করে সেখানে কর্মরত সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর উপযুক্ত পিপিই, এন-৯৫ বা সমমানের মাস্ক দিতে হবে।
বিএমএ’র তৃতীয় দাবিটি হচ্ছে- সব সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীকে আবাসন, প্রয়োজনীয় খাদ্য সরবরাহ এবং হাসপাতালে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষহিসাব অনুযায়ী আজ দুপুর পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ছয় হাজারে পৌঁছে গেছে আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে।
সোমবার করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৪৯৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৭ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার জন্য আবারো অনুরোধ জানানো হয়েছে বুলেটিনে।
বাংলা৭১নিউজ/এবি