বাংলা৭১নিউজ,(হিলি)প্রতিনিধি: হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভির সার্জন ডা. মুখলেছুর রহমান। তবে তিনি শারীরিকভাবে সুস্থ্ রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এর আগে হবিগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাজির করোনা আক্রান্ত হন। জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮ জন।
জেলায় এ পর্যন্ত ৫ চিকিৎসকসহ ১৯ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হন। লকডাউন করা হয়েছে জেলা সদর হাসপাতাল ও লাখাই স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়া সোনালী ব্যাংক ম্যানেজারসহ ৩ সরকারী কর্মকর্তা করোনা শনাক্ত হয়েছেন।
আক্রান্তের দিক থেকে সিলেট বিভাগের মাঝে ভয়াবহ আকার ধারণ করেছে হবিগঞ্জ জেলা। এছাড়া বানিয়াচং, আজমিরীগঞ্জসহ অন্যান্য উপজেলায়ও আক্রান্ত এলাকা লকডাউন করা হয়েছে। এর আগে করোনা আক্রান্ত হয়ে চুনারুঘাটের এক শিশু মারা গেছে।
বাংলা৭১নিউজ/এবি