বাংলা৭১নিউজ,ডেস্ক: করোনা আতঙ্কের শেষের শুরু আসন্ন? সিঙ্গাপুরের একদল গবেষক অন্তত তেমনই বলছেন। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইনের গবেষকরা জানাচ্ছেন সম্ভবত ২১শে মের মধ্যেই ভারতে করোনা মহামারীর প্রকোপ কমবে। তবে শুধু ভারতেই নয়, আরও বেশ কয়েকটি দেশে এই ভাইরাসের প্রকোপ কমে আসবে। হয়তো সংক্রমণ ছড়ানো বন্ধও হয়ে যাবে।
সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইউটিডি) জানাচ্ছে SIR মডেল অনুযায়ী করোনা ভাইরাসের প্রকোপ কমার প্রমাণ মিলছে। SIR (susceptible-infected-recovered) এপিডেমিক মডেল বলছে বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্যে ও করোনা ভাইরাসের জীবনচক্রের মেয়াদ সম্পর্কে মেলা তথ্যের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্তে পৌঁছনো গিয়েছে। এসইউটিডি-র মতে ভারতে ২১শে মে-র মধ্যে ৯৭ শতাংশ সংক্রমণ কমে যাবে।
এদিকে, ভারত তাদের লকডাউন ১৬ই মে পর্যন্ত টানার বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ করছে। ভারত মনে করে, লকডাউনের সময় বৃদ্ধি করা গেলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমবে। একসময় গোটা দেশ করোনা ভাইরাস মুক্ত হবে। এই পরিসংখ্যানে আশার আলো দেখছেন অনেকেই।
এসইউটিডি জানাচ্ছে, বিশ্ব থেকে করোনা ভাইরাস ৯৭ শতাংশ দূর হবে ২৯শে মের মধ্যে এবং পুরোপুরি ভাবে চলে যাবে চলতি বছরের ৮ই ডিসেম্বরের মধ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রে ১১ই মের মধ্যে ৯৭ শতাংশ সংক্রমণ কমে যাবে। ইতালিতে ৭ই মের মধ্যে কমবে ৯৭ শতাংশ সংক্রমণ।
বাংলা৭১নিউজ/এবি