শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

করোনার টিকা: ৩০ মিনিটের সিদ্ধান্তে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৫৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক:  সব কিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরের মধ্যে ভারতে পাওয়া যাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনা টিকা।

প্রাথমিক পর্যায়ে ওই করোনা টিকার পরীক্ষামূলক ব্যবহার এখনও পর্যন্ত ভালো ফলই দিয়েছে, তাই এই টিকার আরও বেশি করে উৎপাদন শুরু হয়েছে। এই গবেষণার সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় সংস্থা সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া। 

সংস্থার প্রধান আদর পুনাওয়ালা বলেন, এই টিকা তৈরির পিছনে তারা ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন এবং এই বিনিয়োগের সিদ্ধান্ত নিতে তারা মাত্র ৩০ মিনিট সময় ব্যয় করেছেন। 

তিনি বলেন, একটি অপরীক্ষিত টিকার ক্ষেত্রে এত পরিমাণ অর্থ বিনিয়োগ হয়তো ব্যবসায়িক দিক থেকে একটি বিরাট ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, তবু বর্তমান সঙ্কটের সময় এর আশু প্রয়োজনীয়তার কথা চিন্তা করেই ওই অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুনাওয়ালা আরও বলেন, যদি এই টিকাটি পরবর্তী পর্যায়ে সফল না হয়, তাহলে তাদের এই বিপুল ক্ষতির ভার বহন করতে হবে। তবে যদি ঠিকভাবে কাজ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তৈরি এই করোনা টিকা, তবে আগামী নভেম্বরের মধ্যে তা ভারতে পৌঁছে যাবে বলেই আশা করা হচ্ছে। উন্নত করোনভাইরাস ভ্যাকসিন নভেম্বরের মধ্যে ভারতে পৌঁছে যাবে। 

ল্যানসেট মেডিকেল জেনারেল-এ প্রকাশিত এই টিকার পরীক্ষামূলক ব্যবহার সম্পর্কে জানানো হয়েছে যে, আপাতত প্রাথমিকভাবে AZD1222  করোনা টিকার ফলাফল ইতিবাচকই এসেছে। সবচেয়ে বড় কথা, গবেষকরা দাবি করেছেন যে, এই টিকাটির কোনও বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বরং এটি শরীরে গিয়ে অ্যান্টিবডি তৈরি করছে। তবে এর কিছু ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে যেগুলো প্যারাসিটামল ওষুধ খেলেই কাটিয়ে ওঠা সম্ভব। ফলে ভারতেও জাগছে আশা। বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সিরাম ইনস্টিটিউট বলেছে যে ভারতে সব মানুষকে এই টিকা দিতে বছর দুয়েকেরও বেশি সময় লাগবে।

তিনি বলেন, ‘আমরা অগাস্টেই ভারতে এই টিকার পরীক্ষামূলক ব্যবহার শুরু করার ব্যাপারে আত্মবিশ্বাসী এবং আমরা আশা করছি যে এই পরীক্ষা শেষ হতে দুই থেকে আড়াই মাস সময় লাগবে। তবে নভেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে বলে আশা করা যায়। ভারতের মানুষের জন্যে সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ডের অর্ধেক পরিমাণ টিকা আনা হবে। যার মানে প্রতি মাসে যদি প্রায় ৬০ মিলিয়ন টিকা তৈরি হয় তার মধ্যে, ভারত ৩০ মিলিয়ন পাবে।’ সূত্র: এনডিটিভি

বাংলা৭১নিউজ/এসআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com