বাংলা৭১নিউজ,ডেস্ক: ওষুধের নাম ইন্টারফেরন আলফা-টুবি৷ সাধারণত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি ব্যবহার করা হয়৷ এছাড়া ডেঙ্গু, ক্যানসার, হেপাটাইটিস বি ও সি-র রোগীদেরও এই ওষুধ দেয়া হয়৷
সম্প্রতি চীনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় অন্যান্য ওষুধের পাশাপাশি ইন্টারফেরন আলফা-টুবিও দেয়া হয়েছে এবং এতে আশাপ্রদ ফল পাওয়া গেছে বলে জানা গেছে৷
গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের হেলেন ইয়াফে সম্প্রতি এক প্রবন্ধে করোনার চিকিৎসায় এই ‘বিস্ময়কর ওষুধ’ কাজে লাগতে পারে বলে মন্তব্য করেছেন৷ ‘ইয়েল ইউনিভার্সিটি প্রেস ব্লগ’-এ তাঁর লেখাটি প্রকাশিত হয়েছে৷
কিউবার ওষুধ কোম্পানি বায়োকিউবাফার্মা এই ওষুধ উৎপাদন করে৷
এখনও করোনার টিকা আবিস্কৃত না হওয়ায় জার্মান ব্যবসায়ী গেওর্গ শেফার জার্মানিতে ইন্টারফেরন আলফা-টুবি আমদানি করতে চান৷ অনুমতি পেতে মধ্য মার্চ থেকে তিনি জার্মানির বিভিন্ন মন্ত্রণালয় ও রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন৷ তবে এখনও সফল হননি৷
জার্মানির ফেডারেল ইন্সটিটিউট ফর ড্রাগস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস-এর একজন মুখপাত্র ডয়চে ভেলেকে জানিয়েছেন, জার্মানিতে কোনো ওষুধ আমদানির অনুমতি পেতে আমদানিকারক ওষুধ কোম্পানিকে ঐ ওষুধের কার্যকারিতা, নিরাপত্তা এবং গুণ সম্পর্কিত কাগজপত্র জমা দিতে হয়৷
এছাড়া ঐ মুখপাত্র জানান, কোভিড-১৯ এর চিকিৎসায় কার্যকর কোনো ওষুধের কথা এখনও জানা যায়নি৷
জার্মানিতে ওষুধটি আমদানি করা সম্ভব না হলে স্পেনের জন্য সেটি নিয়ে আসতে চান শেফার৷ সে বিষয়ে সন্তোষজনক আলোচনা চলছে বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন তিনি৷
‘প্রোফিউমড’ নামে মাঝারি আকারের একটি প্রতিষ্ঠান চালান শেফার৷ তাঁর কোম্পানি সেলুলজভিত্তিক নানান মেডিকেল পণ্য তৈরি করে থাকে৷
বাংলা৭১নিউজ/তথ্যসূত্র: ডয়চে ভেলে