বাংলা৭১নিউজ,ডেস্ক: একটি মানবিক সাহায্য সংগঠন বলছে যে, এই নতুন করোনাভাইরাস মহামারি বিশ্বের খাদ্য নিরাপত্তাহীনতা এবং ক্ষুধার সংকট বাড়িয়ে তুলবে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক কেয়ার তাদের এক প্রতিবেদনে বলছে যে, বিশ্বে এখন যারা খাদ্য নিরাপত্তার মারাত্মক অভাবে রয়েছেন কিংবা খাদ্য সংকটের সম্মুখীন হয়েছেন, তাঁদের সংখ্যা এ বছরের শেষ নাগাদ দ্বিগুণ হয়ে সাতাশ কোটিতে দাঁড়াবে।
সংগঠনটি বলছে যে, ল্যাটিন আমেরিকায় খাদ্য সংকটাপন্ন লোকের সংখ্যা তিনগুণ বেড়ে গেছে এবং আফ্রিকার দক্ষিনাঞ্চলে খাদ্যাভাবগ্রস্ত লোকের সংখ্যা ৯০ শতাংশ।
কেয়ার বলছে, বিশ্বের ধনী দেশগুলোও খাদ্য নিরাপত্তার অভাব বোধ করছে, ব্রিটেনে ৪ জন প্রাপ্তবয়সী লোকের মধ্যে ১ জন তার সাধ্যের মধ্যে পুষ্টিকর খাদ্য পেতে রীতিমতো সংগ্রাম করছে। আর যুক্তরাষ্ট্রে এই মহামারি শুরু হবার পর থেকে এ পর্যন্ত অন্তত ৬০ লক্ষ লোক খাদ্য সাহায্যের জন্য নিজেদের নাম লিপিবদ্ধ করিয়েছে।
এ দিকে যখন বহু দেশ এবং ওষুধ কোম্পানিগুলো কভিড ১৯ এর নিরাপদ ও কার্যকর টীকা আবিষ্কারের প্রতিযোগিতায় লিপ্ত, তখন গতকালই পোপ ফ্রান্সিস বলেছেন এটা খুব দুঃখজনক হবে যদি এই টীকার ক্ষেত্রে ধনী দেশগুলো অগ্রাধিকার পায়। পোপ বলেন, এই মহামারি আমাদের চোখের সামনে তুলে ধরেছে দরিদ্রদের কঠিন অবস্থা আর সেই প্রচন্ড অসাম্য যা এখন বিশ্বে বিরাজ করছে।
পোপ আরও বলেন যে, এটা অত্যন্ত নিন্দনীয় বিষয় হবে যে কভিড ১৯ সংক্রান্ত সব অর্থনৈতিক সহযোগিতা এমন শিল্প প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয় যারা গরীবদের সাহায্য করে না এবং পরিবেশ দূষিত করে।
বাংলা৭১নিউজ/এসআর