বাংলা৭১নিউজ,ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর কারণে সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য লকডাউন, পাশাপাশি কারফিউ বলবৎ থাকায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কর্মহীন হয়ে পড়েছেন। করোনা আক্রান্ত হয়ে গতকাল পর্যন্ত ১১১ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।
এর পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দাসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনগুলোর উদ্যোগে ক্ষতিগ্রস্ত এসব প্রবাসীদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছে। যদিও প্রয়োজনের তুলনায় এর পরিমাণ খুবই কম।
তারই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো গতকাল জেদ্দাস্থ আওয়ামী ফোরামের ১১ সংগঠনের পক্ষ হইতে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এগারো সংগঠনের সমন্বয়ক আলহাজ হোসাইন নাহিদসহ এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব শেখ ওয়াদুদ করিম, ব্যবসায়ী মুকুল, জীতু আহমেদ, রুস্তম আলী ইস্কান্দর, খসরুল ইসলাম প্রমুখ।
বাংলা৭১নিউজ/এবি