বাংলা৭১নিউজ,ডেস্ক: কম্পিউটারের গতি কয়েকগুণ বাড়িয়ে দিতে প্রচলিত হার্ডডিস্কে এসেছে নতুন প্রযুক্তির সলিড স্টেট ড্রাইভ। প্রাযুক্তিক এই রূপান্তরে এগিয়ে থাকতে গেমিং নোটবুক এবং উন্নতমানের ডেস্কটপ পিসির জন্য দেশের বাজারে বেশ কয়েকটি মডেলের এসএসডি ড্রাইভ পরিবেশন করেছে টেক রিপাবলিক লিমিটেড।
এই ড্রাইভটি ২৫০ জিবি, ৫০০ জিবি এবং ১ টেরাবাইট ধারণ ক্ষমতায় মিলছে। সর্বোচ্চ তিন বছরের বিক্রয়োত্তর সেবা দিয়ে এই লেক্সার এসএসডি ড্রাইভটির মূল্য ধারণ ক্ষমতা ভেদে যথাক্রমে ৫ হাজার ২০০ টাকা, ৯ হাজার ৭০০ টাকা এবং ১৫ হাজার ৭০০ টাকা।
বাংলা৭১নিউজ/সি এইস