বাংলা৭১নিউজ, ঢাকা: দেশের ১০ শিক্ষাবোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮০.৩৫ শতাংশ।
মোট ১০টি বোর্ডে পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন শিক্ষার্থী।
ছেলেদেরে পাসের হার ৭৬.৭১ শতাংশ ও মেয়েদের ৭৮.৮৫ শতাংশ। মেয়েদের পাসের হার ছেলেদের তুলনায় ২.১৪ শতাংশ বেশি।
এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। গত বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।
আজ রোববার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফলাফল হস্তান্তরকালে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
ফলাফল বেলা দুইটার পরে অনলাইনেপ প্রকাশ করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস