বাংলা৭১নিউজ, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে কমিউনিটি ক্লিনিকের রিসোর্সপুল সদস্যদের ত্রৈমাসিক অগ্রগতি ও পুরুস্কার বিতরন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে তানোর উপজেলার কলমা ইউপি’র চৈরখৈর গ্রামস্থ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমা ইউপি’র চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
বে-সরকারী সংস্থা ডাসকো ফির প্রকল্পের আয়োজনে কলমা ইউপি এলাকার ৪টি কমিউনিটি ক্লিনিকের অধীনের গ্রাম গুলোতে মাতৃ ও শিশু স্বাস্থ্যে’র উপর সচেতন মুলক কাজ করা ৩৩জন সেচ্ছা সেবী রিসোর্সপুল সদস্যদের ত্রৈমাসিক কাজের অগ্রগতিসহ মাতৃকালীন সেবা গ্রহন ও ডেলিভারী করাতে মায়েদেরকে কমিউনিটি ক্লিনিকমুখী করাসহ সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ডাসকো’র প্রতিনিধি জাহাঙ্গীর আলম। উক্ত সভায় সকল রিসোর্স সদস্যদেরকে পুরুস্কৃত করা হয়।
শিক্ষকদের ১১ দফা দাবিতে বিক্ষোভ
সারা দেশের ন্যায় রাজশাহীর তানোরে শিক্ষকরা ১১ দফা দাবি আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
রোববার সকালে তানোর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়। তানোর উপজেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশে সভাপতিত্ব করেন তানোর উপজেলা শিক্ষক কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুকছেদ আলী দেওয়ান।
তানোর উপজেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক অনুকুল ঘোষের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সমন্নয়ক জিল্লুর রহমান, মুন্ডুমালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, কালিগঞ্জ হাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ সফিউজ্জামান খোকন, তানোর পাইলট উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক আইয়ুব আলী, তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস