বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

কমলাপুর স্টেশনে টিকিট প্রত্যাশীদের দীর্ঘলাইন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২২ জুন, ২০১৬
  • ১৪৭ বার পড়া হয়েছে
কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড়

বাংলা৭১নিউজ,ঢাকা : কমলাপুর রেলস্টেশনে অগ্রীম টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। বিভিন্ন বয়সের নারী, পুরুষ, কিশোর মঙ্গলবার গভীর রাত থেকেই টিকিটের জন্য এসে ঠাঁই নিয়েছেন কাউন্টারের সামনে। কেউ দাঁড়িয়ে কেউবা বসে খোশগল্প করছেন কিংবা তাস খেলছেন।

আজ ১ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে।

মোস্তাক আহমেদ নামের একজন সঙ্গে তার শ্যালক রনিকে নিয়ে এসেছেন যাত্রাবাড়ী থেকে। ১ জুলাই গ্রামের বাড়ি জামালপুর যাবেন। সকালে টিকিট পাওয়া যাবে, এ কারণে তিনি রাতেই চলে এসেছেন বলে জানান।

খিলগাঁও থেকে আগত সরাফতউদ্দিন বলেন, ‘সকালে অফিস আছে। এ কারণে রাতে আসলাম। কেননা লাইনের প্রথমে থাকলে আগে টিকিট পাওয়া যাবে।’

প্রতিবার তিনি এভাবেই টিকিট কাটেন। তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন বলে আলাপচারিতায় জানান।

index

শুধু এরা নন, সবগুলো কাউন্টারের সামনেই লোকজন দাঁড়িয়ে, বসে গল্প কিংবা তাস খেলে লাইন পাহাড়া দিচ্ছিলেন। সময়ের সঙ্গে কাউন্টারের সামনে টিকিট প্রত্যাশীদের ভিড়ও বাড়ছিল।

মঙ্গলবার রাতে সরেজমিন ঘুরে আরো দেখা যায়, লাইনে আসা লোকজনের মধ্যে কোনো কালোবাাজারি আছে কি না, তার তদারকি করছিলেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে লাইনে দাঁড়াতে গিয়ে সবচে বেশি বিপদে পড়েছেন নারীরা। তাদের জন্য যে দুটি কাউন্টার আছে তা চাহিদার তুলনায় অনেক কম বলে অনেকেই অভিযোগ করেন।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয় কমলাপুর স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তীর। তিনি রাইজিংবিডিকে বলেন, এবার ২৩টি কাউন্টার খোলা হয়েছে। যা গতবারের তুলনায় বেশি। লাইনে থাকলেও সবাই টিকিট পাবেন। কেননা এবার ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে। স্টেশনে কোনো ধরনের কালোবাজারি নেই বলে তিনি দাবি করেন। নারীদের কাউন্টার কম হলেও টিকিট দিতে সমস্যা হবে না বলে তিনি মনে করেন।

স্টেশনের অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, ২৯টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে মোট ৬৮টি ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া স্পেশাল ট্রেন রয়েছে তিনটি। সব মিলিয়ে প্রতিদিন প্রায় ১৮ হাজার টিকিট বিক্রি করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com