বাংলা৭১নিউজ, ঢাকা: রেলের টিকিট কালোবাজারী ধরতে বুধবার সকাল থেকেই কমলাপুরে অভিযান চালিয়েছে দুদকের বিশেষ একটি টিম। সংস্থাটির সহকারি পরিচালক আলমগীর হোসেনের নেতৃত্বে তিন সদস্যের এই টীম বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন এবং টিকিট কিনতে আসা লোকজনের সাথে কথা বলেন।
দুদক টিমের অপর দুই সদস্য ছিলেন- উপ সহকারি পরিচালক মনিরুল ইসলাম ও আফনান জান্নাত কেয়া।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা জানান, কমলাপুরে টিকিট বিক্রির প্রথম দিনেই আমরা বেশি কিছু অসঙ্গতি ধরতে পেরেছি। তবে আমরা এই অসঙ্গতিগুলো এখনি মিডিয়াতে বলবো না। আমাদের আরো কিছু কাজ আছে। পরে সবগুলোকে একসাথে করেই রিপোর্ট আকারে দুদকে জমা দেব।
অপর প্রশ্নের জবাবে জানানো হয়, দুদক চায় মানুষ যাতে নির্বিঘ্নে সেবা পায়। টিকিট কোনো অবস্থাতেই যেন কালোবাজারি না হয়। পর্যায়ক্রমে রাজধানীর রেলের টিকিট বিক্রির পাঁচটি কেন্দ্রেই দুদকের নজরদারি থাকবে বলেও তিনি জানান।
বাংলা৭১নিউজ/জেড এইচ