বাংলা৭১নিউজ,(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি সাহাদাত হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টায় ইসলামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার ইসলামপুর ইউপির কুরমা চা বাগানে চুরির অপবাদ দিয়ে ১২ ও ১৩ বছরের দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন করেন সাহাদতসহ আরও কয়েকজন।
বাগানের পঞ্চায়েত সভাপতি নারদ পাশিসহ কয়েকজন মিলে দুই কিশোরকে সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা আকাশের নিচে পেছনে হাত নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে ছেলেদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তাদের অবস্থার অবনতি হলে বিকেল ৪টায় কমলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হলে রাতেই অভিযুক্ত প্রধান আসামি সাহাদাত হোসেনকে আটক করা হয়।
কমলগঞ্জ থানার সহকারী উপপুলিশ পরিদর্শক আনিসুর রহমান জানান, কিশোরদের নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগের প্রেক্ষিতে সাহাদাত হোসেনকে আটক করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এমকে