বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মুঘল ঐতিহ্যের কবি কাজী কাদের নওয়াজের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার মুজদিয়ার ‘কবিভবনে’ শুক্রবার সন্ধ্যা থেকে দু’দিনব্যাপি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
প্রথম দিনের অনুষ্ঠানে আয়োজক কমিটির আহবায়ক ও শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
প্রধান বক্তা ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কু-ু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি পরিবারের সদস্য কাজী বায়েস নওয়াজ, কাজী মাজেদ নওয়াজ প্রমুখ।
অধ্যাপক শিশির শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী মঞ্জুরা সুলতানা। রাতে স্থানীয় লালন স্মৃতি সাংস্কৃতিক পরিষদ ও বহিরাগত শিল্পিদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।
বাংলা৭১নিউজ/জেএস