রাজধানীর কদমতলীর মেরাজনগর এলাকায় একটি বাসার সাততলা থেকে পড়ে রাশেদা আক্তার (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ওই নারীর মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) কামরুন নাহার বলেন, আমরা খবর পেয়ে কদমতলী মেরাজনগর বি-ব্লকের ওই বাসার নিচতলা রাস্তার ওপর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, রাশেদা আক্তারের স্বজনদের কাছে জানতে পেরেছি তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে ৭ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে তার মৃত্যু হয়।
তিনি বলেন, রাশেদার মাথার পেছনে যখম রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রাশেদা আক্তার নোয়াখালী সদর উপজেলার নলপুর দেবীপুর দানা মিয়ার বাড়ির মোহাম্মদ রবিউল্লার মেয়ে। তিনি মিরাজ নগরের একটি বাসায় থাকতেন।
বাংলা৭১নিউজ/এসএইচ