রাজধানীর কদমতলীর দীপ্ত গলি এলাকার একটি বাসায় পারিবারিক কলয়ের জেরে পিংকি সাহা (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি একজন পুলিশ সদস্যের স্ত্রী ছিলেন।
মঙ্গলবার (২৬ মার্চ) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি পিংকি সাহার স্বামী শিবু সাহা পুলিশে কর্মরত আছেন। রাতে স্বামী-স্ত্রীর কলহের জের ধরে নিজরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে তাকে তার স্বামী উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলগঞ্জ থানার চর গাজুলিয়া গ্রামে। বর্তমানে কদমতলী দীপ্ত গলি এলাকার ৯/১ নম্বর বাসায় স্বামী শিবু সাহার সঙ্গে থাকতেন।
বাংলা৭১নিউজ/এসএকে