বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকসহ অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত এ লেখক ২০২১ সালের ৩ জানুয়ারি ৮৬ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
রাবেয়া খাতুনের জন্ম ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর, ঢাকার অদূরে বিক্রমপুরে অবস্থিত মামাবাড়িতে। তাঁর বাবার বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামে।
১৯৫২ সালের ২৩ জুলাই সম্পাদক ও চিত্রপরিচালক, বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক এ টি এম ফজলুল হকের সঙ্গে রাবেয়া খাতুনের বিয়ে হয়।
উপন্যাস, ছোটগল্প, স্মৃতিকথা, চলচ্চিত্র, নাটক, ভ্রমণকাহিনি, শিশুকিশোর সাহিত্যসহ গদ্য সাহিত্যের সব শাখায় বিচরণ ছিল রাবেয়া খাতুনের। ‘মেঘের পরে মেঘ’ রাবেয়া খাতুনের মুক্তিযুদ্ধভিত্তিক জনপ্রিয় উপন্যাস থেকে নির্মিত চলচ্চিত্র।
কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের চার সন্তান নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাঁরা হলেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী, স্থপতি ফরহাদুর রেজা প্রবাল ও ফারহানা কাকলী।
বাংলা৭১নিউজ/এসএইচ