বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা: নেত্রকোনা সরকারী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী সামিউন্নাহার শানুকে যৌতুকের জন্য নির্যাতনের উস্কানীদাতা জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী ও তার বর্তমান স্বামী নাজিমুজ্জামান জায়েদকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছে তার সহপাঠরা।
আজ সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে শানুর উপর অমানসিক অত্যাচার নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সুমন সরকার অপু, সহ-সভাপতি খালিদ সাইফুল্লাহ সাদী বাবু, সহপাঠী তাসরুবা ইয়াসমিন সম্পা, লাবনী আক্তার ঐশী, আনিকা তাবাসসুম অমি, জেলা ছাত্রলীগের গ্রন্থনা প্রকাশনা সম্পাদক আলী আযহার বিপু ও মীর ছুটন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, স্ত্রী শানুর দায়ের করা মামলায় স্বামী সানি গ্রেফতার হলেও অত্যাচার নির্যাতনের উস্কানীদাতা তার বড় বোন কণ্ঠশিল্পী ন্যান্সী ও তার জামাই জায়েদকে এখন পুলিশ গ্রেফতার করেনি। তারা অবিলম্বে অভিযুক্ত এই দুই জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।
বাংলা৭১নিউজ/জেএস