শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

কটন ডে উদযাপন করল যুক্তরাষ্ট্র দূতাবাস

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) ও সহযোগী সংগঠন কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের (সিসিআই)- উদ্যোগে আয়োজিত কটন ডে ২০২৪ উদযাপন করল যুক্তরাষ্ট্র দূতাবাস।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) নবমবারের মতো আয়োজিত অনুষ্ঠানটি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হয়। এতে তুলা ও তৈরি পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ অংশীদাররা অংশ নেন এবং যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে টেকসই পোশাক সরবরাহ চেইন নিয়ে আলোচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন বলেন, ‘আমেরিকার তুলা চাষীরা উন্নত কৃষি প্রযুক্তি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সেরা মানের তুলা উৎপাদন করেন। এই উৎকর্ষের প্রতি প্রতিশ্রুতি নিশ্চিত করে যে যুক্তরাষ্ট্রের তুলা সর্বোচ্চ মান ও টেকসই চাহিদা পূরণ করে, যা বৈশ্বিক টেক্সটাইল প্রস্তুতকারকদের জন্য পছন্দের উৎস।’

কটন ডে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ‘ইউ.এস. কটন ট্রাস্ট প্রোটোকল’। যুক্তরাষ্ট্রের তুলা শিল্পের ডিজাইন করা এই কর্মসূচি ব্র্যান্ড ও রিটেইলারদের জন্য সঠিক তথ্য ও টেকসইভাবে উৎপাদিত তুলা সরবরাহ করে। ইউএস কটন ট্রাস্ট প্রোটোকল এখন বাংলাদেশের ২০০ এর বেশি সরবরাহকারী সদস্য এবং ৩০টির বেশি আন্তর্জাতিক ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের অন্তর্ভুক্ত করেছে। 

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বাংলাদেশের তৈরি পোশাক খাতে মানসম্পন্ন কাঁচামালের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা তাদের বক্তব্যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী বাণিজ্য সম্পর্কের উপর গুরুত্বারোপ করেন, যেখানে ২০২৩ সালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের তুলার রপ্তানি মূল্য ছিল ৩৩৭ মিলিয়ন ডলার।

অনুষ্ঠানে টেকসই চর্চার প্রচার, পোশাক শিল্পে সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ে সহায়তা করতে একত্রিত হয়েছিলেন তুলা স্পিনিং মিল, তৈরি পোশাক প্রস্তুতকারক, ব্র্যান্ড এবং বাণিজ্য প্রতিনিধিরা। কটন ডে বাংলাদেশ ২০২৪ অংশগ্রহণকারীদের জন্য একটি সমৃদ্ধ অভিজ্ঞতা ছিল।

এতে টেকসই পোশাক সরবরাহ চেইনের ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের তুলার গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করা হয়। আলোচনাগুলোতে টেকসই উন্নয়ন, উদ্ভাবন এবং বৈশ্বিক টেক্সটাইল শিল্পে নিয়ম মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com