বাংলা৭১নিউজ, আফতাব হোসেন,চাটমোহর(পাবনা)প্রতিনিধি: এক সপ্তাহ ধরে চাটমোহরের লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বনের হনুমান। গত ১৮ মার্চ হনুমানটি প্রথমে দেখা যায় চাটমোহর রেলবাজারে।
এরপর মুলগ্রাম, মথুরাপুর ঘুরে গত দুদিন ধরে হনুমানটি অবস্থান করছে চাটমোহর পৌর এলাকায়। কখনো গাছের ডালে, ঘরের চালে কিংবা উঁচু বিল্ডিংয়ের ছাদে অবস্থান করছে এটি। হনুমানটি দেখার জন্য উৎসুক জনতার ভীড়। এরমধ্যে শিশুরাই বেশী।
হনুমানটিকে কেউ কলা কিনে দিচ্ছে, কেউ ভেংচি কাটছে আবার কেউ ঢিল ছুঁড়ছে। অনেকে ধারণা করছে পরিবেশ বিপর্যয় ও খাদ্য সংকটের কারণে হনুমানটি বন ছেড়ে লোকালয়ে এসেছে।
বাংলা৭১নিউজ/জেএস