বাংলা৭১নিউজ, কক্সবাজার: কক্সবাজার শহরে গোস্ত ব্যবসায়ীরা অর্নিদিষ্টকাল ধর্ম ঘট আহবান করেছে। প্রশাসনের দেয়া নির্ধারিত মুল্যে গোস্ত বিক্রি করতে অপারগতা জানিয়ে তারা শহরের বিভিন্ন মার্কেটে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়।
এতে করে গোস্ত বিক্রেতারা যেমন সমস্যায় পড়েছে তেমনিভাবে ক্রেতারাও সমস্যায়
পড়েছে।
কয়েকজন গোস্ত বিক্রেতা জানান, বাজারে গরুর দাম বেশী। তাই প্রশাসনের দেয়া মূল্যে গোস্ত বিক্রতে তাদের পোষায় না।
জেলা প্রশাসন ও পৌরসবা সূত্রে জানাগেছে, পবিত্র রমজানের শুরু থেকে ক্রেতা বিক্রেতা ওভয়ের সুবিধার্থে গরু খাসি ও মহিষের গোস্ত বিক্রির মূল্য নির্ধারন করে দেয়া হয়েছে।
প্রতি কেজি গরু হাড্ডিসহ ৪৫০/ টাকা, হাড্ডি ছাড়া ৫০০/ টাকা, খাসি ৬০০ শত টাকা নির্ধারন করে দেয়া হয়। কিন্তু গোস্ত বিক্রেতারা তা মানছেনা। তারা এটা না মেনে ক্রেতাদের নিকট থেকে ইচ্ছে মত চড়া দাম নিচ্ছে।
এই নৈরাজ্য রোধে শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালত শহরের কাঁচা বাজার গুলোতে অভিযান চালায় এবং কয়েকটি দোকানকে জরিমানা করে। এতে ক্ষিপ্ত হয়ে গোস্ত বিক্রতারা গোটা শহরে ধর্মঘট আহবান করে।
বাংলা৭১নিউজ/জেএস