রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। এ সময় ইয়াবা পাচারকাজে ব্যবহার করা দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. নয়ন, আরিফুর রহমান আরিফ, আশরাফুল ইসলাম অভি, মো. সেলিম, আব্দুল্লাহ আল মামুন ও রবিউল আউয়াল।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তথ্য আসে, কয়েকজন মাদক কারবারি কক্সবাজার থেকে প্রাইভেটকারে করে ইয়াবা নিয়ে ঢাকায় আসছেন। এমন তথ্যের ভিত্তিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে অবস্থান নেওয়া হয়।
সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান আরও বলেন, একটি টয়োটা কালো রঙের প্রাইভেটকার (রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো-গ-১৭-৬৫০১) ও একটি টয়োটা সাদা রঙের প্রাইভেটকার (রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো-গ-১৭-৯৫০৫) জব্দ করা হয়। পরে প্রাইভেটকার দুটির ড্যাসবোর্ড থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ছয়জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদক আইনে মামলায় হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এসএইচবি