বাংলা৭১নিউজ,(টেকনাফ)প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলা ও টেকনাফে অভিযান চালিয়ে দুই লাখ দুই হাজার ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার রাতে শহরের লিংকরোড ও টেকনাফের ইসলামাবাদ নতুন পল্লানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- নতুন পল্লানপাড়ার ছলিমুল্লাহর স্ত্রী সাবেকুন্নাহার (২৫) ও লিংকরোডের মৃত সৈয়দ আলমের ছেলে শাকের মিয়া (২৭), মোস্তাকের ছেলে হাছন (২০) এবং মৃত আবু তালেবের ছেলে আব্দুল জলিল (২৮)।
র্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের অধিনায়ক মেজর মীর্জা শাহেদ মাহতাব জানান, পল্লানপাড়ার মাদক বিক্রেতা ছলিমুল্লাহর ঘরে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের জন্য মজুদ করা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এ সময় প্রায় দুই লাখ ইয়াবাসহ ছলিমুল্লাহর স্ত্রী সাবেকুন্নাহারকে আটক করা হয়।
অন্যদিকে র্যাবের আরেকটি দল একই সময়ে কক্সবাজার সদরের মেরিন সিটি কমপ্লেক্স এলাকা থেকে দুই হাজার ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।
এছাড়া উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ১০ কোটি ১০ লাখ টাকা হবে বলে জানিয়েছে র্যাব।
বাংলা৭১নিউজ/এম.এ