কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী মো. নুরুল আবছারকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ ১৯ মামলা রয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে কক্সবাজারের টেকনাইফ্যা পাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নুরুল আবছার কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া (বাছা মিয়ার ঘোনা) ৭ নম্বর ওয়ার্ডের রশিদ ড্রাইভারের ছেলে।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবছার বাহিনীর প্রধান মো. নুরুল আবছারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চারটি মারামারি, দুটি অস্ত্র, একটি দ্রুত বিচার, দুটি দস্যুতা, ডাকাতির প্রস্তুতির ১০ মামলাসহ ১৯ মামলা আদালতে বিচারাধীন।
বাংলা৭১নিউজ/এমকে