বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধি: কক্সবাজারের মেরিন ড্রাইভে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত মহিউদ্দিন (২৬) মাদক কারবারি বলে জানিয়েছে র্যাব।
শনিবার দিবাগত রাত আড়াইটায় কক্সবাজার-টেকনাফ সড়ক সংলগ্ন বাহারছড়া ইউনিয়নের পুরানপাড়া এলাকায় জব্বার মুন্শীর পরিত্যক্ত হ্যাচারির পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিনের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কম্বানিয়া গ্রামে।
নবগঠিত র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দিবাগত রাত আড়াইটায় র্যাব-১৫ এর টহল দলের সঙ্গে মাদক কারবারিদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মহিউদ্দিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে র্যাব। ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশি এলজি, তিন রাউন্ড কার্টুজ উদ্ধার করে র্যাব।
ময়নাতদন্তের জন্য মহিউদ্দিনের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।
বাংলা৭১নিউজ/এইচ.এস.বি