বাংলা৭১নিউজ, কক্সবাজার ব্যুরো: এক সন্ত্রাসী হামলায় যুগান্তরের জেলা প্রতিনিধি, স্থানীয় দৈনিক ইনানীর ব্যবস্থাপনা ও বার্তা প্রধান সাংবাদিক শফিউল্লাহ শফি গুরতর আহত হয়েছে।
শফি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন কক্সবাজারের সাংবাদিক সমাজ।
জানাগেছে, ইফতারের আগে জনৈক সেলিমের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী শহরের বদর মোকাম এলাকায় তার বাসায় গিয়ে শফির উপর হামলা করে।
তবে হামলাকারী সেলিমকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সদর থানার ওসি ফরিদ খন্দকার জানান, দুজনের মাঝে জমিজমা নিয়ে বিরোদের জের ধরে সম্ভবত এই ঘটনা ঘটেছে।
বাংলা৭১নিউজ/জেএস