বাংলা৭১নিউজ, কক্সবাজার ব্যুরো: কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শানে রেসালত সম্মেলনে মসজিদে আকসার খতীব ড শাইখ ওমর ইয়াকুব আব্বাসী বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। রাত দিনের বিবর্তনে রয়েছে বুদ্ধিমানদের অনেক নিদর্শন। তিনি বলেন, আল্লাহর এমন মখলুকাতও আছে যারা হাজার হাজার বছর ধরে তাসবিহ আর সিজদা করার পরেও বলে আল্লাহ আমরাতো কিছুই করতে পারলাম না।
তিনি শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলন।
তিনি বলেন, আমরা নামাজ রোজা হজ্ব ইত্যাদী ইবাদত করার পর গোনাহর কাজও করে থাকি। আবার তাওবা ইস্তেগফারও করে থাকি।
নবী-রসুলরা মাসুম হওয়ার পরেও আল্লাহর কাছে বেশী বেশী ইবাদত করতেন এবং এস্তেগফার করতেন। নবীজী বলতেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন বলেই তো বেশী শুকর গুজার হব। আমাদের ও বেশী বেশী ইবাদত এস্তেগফার করা দরকার।
তিনি বলেন মা-বাবার সেবা করে তাদের দোয়া নিতে হবে। আল্লাহর রহমত পেতে হবে।
মসজিদে আকসার খতীব বলেন, মুসলমানদের কুরআন সুন্নার জ্ঞান অর্জন করতে হবে। নবীজী মক্কা ও মদিনাতে ২৩ বছর ইসলামের শিক্ষা দিয়েছেন। তিনি আলেম ওলামাদের নিকট থেকে দ্বীনের জ্ঞান অর্জন করার পরার্মশ দেন উপস্থিত সবাইকে।
মুসলমানদের দ্বীনের প্রচার করতে হব। সাহাবায়ে কেরামদের মত দ্বীনের তাবলীগ করতে হবে। রসুলের সাহাবাগণ দ্বীনের দাওয়াত না পৌঁছালে বাংলাদেশও ইসলাম আসতনা। তিনি বিশ্বব্যাপী দ্বীনের দাওয়াত পৌঁছানো আহবান জানান। তিনি মসজিদে আকসা যেন মুসলমানদের হাতে থাকে সেজন্য সবাইকে দোয়া করতে বলেন। তিনি বক্তব্য শেষে বাংলাদেশ বিশ্ব মুসলমানদের কল্যাণে মোনাজাত করেন।
সম্মলনের শেষ দিনে আজ সভাপতিত্ব করেন মাওলানা আবুল হাসান।
বাংলা৭১নিউজ/জেএস