বাংলা৭১নিউজ, কক্সবাজার ব্যুরো: কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতাচত্বর এলাকায় র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নেত্রকোণার শীর্ষ মাদক ব্যবসায়ী ১০ মামলার আসামী মুজিবুর রহমান (৪২) নিহত হয়েছেন । মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে র্যাবের একটি দল মাদক ব্যবসায়ীদের আটকের উদ্দেশ্যে অভিযানে গেলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, মাদক ব্যবসায়ীদের একটি দল কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতাচত্বর এলাকায় অবস্থান করছে- এমন খবর পেয়ে অভিযানে গেলে মাদকব্যবসায়ীদের সাথে
‘বন্দুকযুদ্ধ হয়। এতে নেত্রকোণার শীর্ষ মাদক ব্যবসায়ী ১০ মামলার আসামী মুজিবুর রহমান (৪২) নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান , ৫টি গুলী ও খালি খোসা এবং ৬ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয় বলেও তিনি জানান।
বাংলা৭১নিউজ/জেএস