বাংলা৭১নিউজ,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন।
র্যাবের দাবি, নিহতরা ইয়াবা ব্যবসায়ী। তাদের কাছ থেকে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা, দুটি এলজি, একটি ভারতীয় তৈরি রিভালভার ও একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলায় পানেরছড়া ঢালা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চট্টগ্রামের লোহাগাড়ার নিজাম উদ্দিন (৩০) ও রতন রুদ্র (৩৩)। তারা দুজনেই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা ছিলেন।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান বলেন, সকাল ৭টার দিকে পানেরছড়া বাজার এলাকায় রাস্তার ওপর তল্লাশির সময় হঠাৎ করে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে মাদক ব্যবসায়ীরা।
পরে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর দুজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নিজাম উদ্দিন ও রতন রুদ্রের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
রামু থানার ওসি-তদন্ত মিজানুর রহমান জানান, নিহত দুই মাদক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/বিআর