আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে অনলাইন ব্যাংকিং সুবিধাসহ পূবালী ব্যাংক পিএলসির কক্সবাজার শাখার আওতাধীন ইসলামী ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইং এর প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ, কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট আবু মোর্শেদ চৌধুরী (খোকা) ও কক্সবাজার উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট জাহানারা ইসলাম।
সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রিন্সিপাল অফিস প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলতাব হোসেনসহ কক্সবাজারের বিশিষ্ট ব্যক্তি, গ্রাহক এবং শুভানুধ্যায়ী ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ