বাংলা৭১নিউজ, কক্সবাজার ব্যুরো: কক্সবাজারের পাহাড় ধ্বস, গাছ চাপা ও ট্রলার ডুবিতে এ পর্যন্ত রোহিঙ্গাসহ ৬জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১২ জুন) মহেশখালী ও উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বস ও গাছ চাপার পৃথক ঘটনায় ২জনের মৃত্যু হয়।
এছাড়া মাতামুহুরী নদীতে ভেসে গেছে এক যুবক। ভারি বর্ষণে প্লাবিত হয়েছে জেলার নিন্মাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।
জানা যায়, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে আজ মঙ্গলবার সকালেও ২টি ট্রলার ডুবে গেছে। এ নিয়ে শনিবার রাত থেকে এপর্যন্ত অন্তত ২০টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলার ডুবির ঘটনায় ৩জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।
আজ (মঙ্গলবার) দুপুরে উখিয়ার ইনানীর সী পার্ল পয়েন্টে সমুদ্রে এক অজ্ঞাত ব্যক্তির ভেসে আসা লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ইনানীর পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে। ধরাণা করা হচ্ছে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় তার মৃত্যু হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস