বাংলা৭১নিউজ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রেজু খালে মেঘনা গ্রুপের মেঘনা অ্যাডিকেশন নামে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় পাইলটসহ আরো চারজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হেলিকপ্টারটিতে পাইলট ও কো-পাইলটসহ মোট পাঁচজন ছিলেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। হেলিকপ্টার দুর্ঘটনায় আহত অন্যদের কক্সবাজার বিমানঘাঁটির চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় কারণ বা হতাহতদের পরিচয় জানাতে পারেননি উখিয়ার ওসি।
ওসি আরো জানান, শুক্রবার সকালে মেঘনা এভিয়েশনের ওই হেলিকপ্টারে করেই কক্সবাজারে আসেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান।
কক্সবাজার থেকে যাত্রী নিয়ে আবার ঢাকায় ফেরার পথে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে।
বাংলা৭১নিউজ/আরএন