বাংলা৭১নিউজ,কক্সবাজার: কক্সবাজারে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীদের অনেকেই এখন নির্বাচিত জনপ্রতিনিধি। আর এ কারণেই তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে মনে করেন স্থানীয়রা।
এতে মাদক পাচার বন্ধে বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও তা কাজে আসছে না। এদিকে, পাচার বন্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম আটকে আছে শুধু আশ্বাসে।
টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান, সাবরাঙ ইউনিয়নের চেয়ারম্যান নুর হোসেন ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যানের নাম রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক ব্যবসায়ীদের তালিকায়। এছাড়া তালিকায় করেছে বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড মেম্বারাও।
টেকনাফ পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলরের নাম রয়েছে তালিকার শুরুর দিকে। একই পৌরসভার ২, ৮ ও ৯ নং কাউন্সিলররাও রয়েছে এই তালিকায়। এ অবস্থায় অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ইয়াবা ব্যবসায়ীদের তালিকায় নাম থাকলেও জনপ্রতিনিধি হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে মনে করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি।
তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে জনপ্রতিনিধি হলেও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
গত ১ মাসে আইনশৃঙ্খলারক্ষাবাহিনী প্রায় ৭ লক্ষাধিক ইয়াবাসহ অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে।
বাংলা৭১নিউজ/এসএইস