কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের গহীন পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়েছে র্যাব। ১৬ ঘণ্টার বেশি অভিযান চালিয়ে সেখান থেকে অস্ত্র ও অস্ত্র তৈরীর সরজ্ঞামাদি জব্দ করে তারা। একই সঙ্গে আটক করা হয় চার অস্ত্র কারিগরকে।
বুধবার (১৩ ডিসেম্বর) র্যাব-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এতথ্য জানান।
আটককৃতরা হলেন- জাফর আলম, লাল মিয়া, মাঈন উদ্দিন ও শাহাব উদ্দিন।
র্যাব অধিনায়ক সাজ্জাদ হোসেন বলেন, আজ ভোরের দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা তুলাতলী পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। গহীন পাহাড়ে দীর্ঘদিন ধরে কারখানা গড়ে তুলে অস্ত্র তৈরি করে আসছিল সংঘবদ্ধ একটি চক্র।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রের কারখানার সন্ধানে র্যাবের একটি দল অভিযান শুরু করে। আজ ভোর ৫টার দিকে তুলাতলি এলাকার পাহাড়ে একটি অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পায় র্যাব। এসময় কারখানটি থেকে অস্ত্র তৈরির দুই কারিগরকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে নিজেদের বসত ঘর থেকে আরও দুই কারিগরকে আটক করা হয়।
তিনি আরও বলেন, অভিযানকালে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরণের দেশিয় তৈরী ১০টি বন্দুক, ১০টি রাইফেলের গুলি, ১২টি কার্তুজ এবং অস্ত্র তৈরির বিভিন্ন ধরণের সরজ্ঞাম। আটককৃতরা প্রাথমিক স্বীকারোক্তিতে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পাহাড়ে কারাখান গড়ে তুলে নিজেদের তৈরি অস্ত্র বিভিন্ন অপরাধীদের কাছে বিক্রি করছিলেন। এলাকাটি দুর্গম হওয়ায় তাদের অপকর্ম আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বাইরে ছিল।
বাংলা৭১নিউজ/এসএইচ