বাংলা৭১নিউজ, কক্সবাজার ব্যুরো : দেশের ২২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ করেছে সরকার। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
আদেশে ১৯ জেলায় নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
জেলা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন সূত্র জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালের জননিরাপত্তা বিভাগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) এ দায়িত্ব পালন করা কামাল হোসেনকে কক্সবাজার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
তবে তিনি এখনো যোগদান করেননি।
বাংলা৭১নিউজ/জেএস