বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক ধরা পড়ল শিক্ষার্থীদের হাতে সিরিয়ায় আসাদপন্থিদের ‘অতর্কিত হামলায়’ ১৪ নিরাপত্তা সদস্য নিহত ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন

কই যাও,বসো কবিতা শোনাই…

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬
  • ২২৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: নেতৃত্ব ও পদ-পদবির ঝামেলা শেষ হওয়ার পর এরশাদ ও রওশনকে এখন দলের মঞ্চে একসঙ্গে দেখা যায়। দুজনই বেশ ফুরফুরে। স্ত্রীর সঙ্গে এই সুসম্পর্ক যে রাজনীতির মাঠের `রোমান্টিক বয়’ হুসেইন মুহম্মদ এরশাদের হৃদয় উতলা করবে সেটাই স্বাভাবিক।

কদিন আগে এরশাদ এক সমাবেশে স্ত্রী রওশনকে দেখিয়ে বলেছিলেন, তাকে আবার পাশে পেয়ে এরশাদের হৃদয় আনন্দে ভরপুর। সেটি যে এরশাদ মিথ্যা বলেননি, তার নিদর্শন আজ আবার দেখালেন তিনি।

অবশ্য রওশনও স্বামীর এই ‘ভালোবাসা’র প্রতিদান দিতে ভোলেননি। ফলে সভামঞ্চে তাদের এই রসায়ন এক রোমান্টিক নাট্যদৃশ্যের অবতারণা করে। সবার কাছ থেকে কুড়িয়ে নেয় বাহবাও।

ঘটনাটি আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকের। বনানীর দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা চলছিল সেখানে। সভায় দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বক্তব্য দিয়ে উঠে যাচ্ছিলেন। এ সময় স্ত্রীর হাত ধরে থামান এরশাদ। বলেন, “কোথায় যাচ্ছ…আমি তোমার জন্য একটি কবিতা লিখেছি। বসো, কবিতাটা শোনো।”

স্বামীর এমন উষ্ণ আবাহন পায়ে ঠেলে এমন পাষাণ হৃদয় কার! রওশনও পারেননি। তিনি আবার চেয়ারে বসেন। এরপর এরশাদ ‘প্রিয়তমাকে’ আবৃত্তি করে শোনান স্বরচিত কবিতা ‘আলোর মৌমাছি’।

কে এই আলোর মৌমাছি তা জানতে অবশ্য উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের অপেক্ষা করতে হয়নি। এরশাদই জানিয়ে দিলেন রওশনই তার আলোর মৌমাছি।

দলে নেতৃত্ব নিয়ে এত দিন ধরে মনোমালিন্য কাটিয়ে স্বামীর কবিতা শোনে উদ্বেলিত হলেন রওশন। তিনিও এরশাদের উদ্দেশে একটি কবিতা আবৃত্তির ইচ্ছা পোষণ করেন। বললেন, “তিনি (এরশাদ) যেহেতু আমাকে কবিতা শুনিয়েছেন, আমিও তাকে একটি কবিতা শোনাব।” রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি এরশাদকে পড়ে শোনান রওশন।

এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকরা হাততালি দিয়ে আশি-ঊর্ধ্ব এরশাদ ও সত্তরোর্ধ্ব রওশনকে অভিনন্দন জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমীন হাওলাদার প্রমুখ।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com