শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বিএনপি নেতার মুক্তির দাবিতে গাজীপুরে সমাবেশ, মহাসড়কে তীব্র যানজট একদিন বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল মামলার তদন্তে পুলিশ নয়, আলাদা সংস্থার প্রস্তাব কমিশনের দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে তামিমের অবসর : যা বলছেন মুশফিক-রিয়াদ-শান্তরা মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন

কংস নদে ধানবোঝাই নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ

নেত্রকোণা প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৩ বার পড়া হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় কংস নদে ধানবোঝাই নৌকাডুবির ঘটনায় রেজাউল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

সোমবার (২১ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুর এলাকার বালুঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ রেজাউল সুনামগঞ্জের দিরাই উপজেলার মাছিমপুর গ্রামের উসমান গণির ছেলে।

খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দুপুর দুইটা পর্যন্ত তার খোঁজ মেলেনি।

নৌকা থেকে বেঁচে ফেরা শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, নৌকায় মাঝিসহ মোট পাঁচজন ছিলেন। রাত ৩টার দিকে ঘাটে বাঁধা নৌকার তলা বিকট শব্দে ফেটে দ্রুত তলিয়ে যায়। এতে চারজন নৌকা থেকে বেরিয়ে সাঁতরে তীরে উঠলেও রেজাউল নৌকার ভেতরে আটকা পড়েন।

ঘটনাস্থলে থাকা মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক পিন্টু চন্দ্র দে জানান, নৌকাটিতে ২৫০ বস্তায় ৪৫৬ মণ ধান ছিল। সোমবার সন্ধ্যায় দিরাই থেকে নৌকাটি ধান নিয়ে এসে মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর ঘাটে ভিড়ে। পরে রাত ৩টার দিকে বিকট শব্দে তলা ফেটে ডুবে যায়। এসময় ভেতরে পাঁচ শ্রমিক ঘুমিয়ে ছিলেন। দ্রুত ঘুম ভেঙে চারজন সাঁতরে তীরে উঠলেও রেজাউল ভেতরে আটকা পড়েন। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নৌকা থেকে বেঁচে ফেরা শ্রমিক সেলিম মিয়া বলেন, রাতে বৃষ্টি হওয়ায় আমরা ভেতরে ঘুমাচ্ছিলাম। ৩টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। দেখি নৌকা তলিয়ে যাচ্ছে। তখন যে যার মতো তাড়াহুড়ো করে বেরিয়েছে। তীরে উঠে দেখি রেজাউল নেই।

ফায়ার সার্ভিসের ময়মনসিংহ স্টেশনের ডুবুরি দলের ইনচার্জ জমিয়ত আলী মঙ্গলবার দুপুর ২টায় বলেন, খবর পেয়ে সকাল পৌনে ৯টায় এসে উদ্ধার অভিযান শুরু করেছি। দুই দফা নৌকার ভেতরে গিয়ে খোঁজ করে রেজাউলকে পাওয়া যায়নি। অভিযান চলমান আছে।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, খবর পেয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিখোঁজ ব্যক্তিসহ নৌকাটি উদ্ধারে ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com