বাংলা৭১নিউজ,গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে রাজশাহী জেলা প্রশাসকের নির্দেশে গণবিজ্ঞিপ্তি জারি করেছেন উপজলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার।
গোদাগাড়ী উপজেলার সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান (ঔষধের দোকান ব্যতীত) বিকাল ৫ টার মধ্যে বন্ধ করার জন্য অনুরোধ জানানো হলো। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ মতে, গোদাগাড়ীর কোন মসজিদে মুসাল্লীরা নামাজ পড়তে আসেন নি তারা বাড়ীতে নামাজ আদায় করেছেন। ঈমাম ও মুয়াজ্জিনগন বার বার ঘোষনা করছেন বাড়ী নামাজ আদায় করার জন্য।
ঔষধের দোকান ছাড়া সকল দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বিকাল ৫ টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ প্রদান করায় এবং তা বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইমরানুল হক, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ খাইরুল ইসলাম, পুলিশ, সেনাবাহনীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন।
মানুষকে ঘরে থাকার জন্য, ফেসবুক, মাইকিংসহ বিভিন্নভাবে সচেতন করছেন। উপজেলা নির্বাহী অফিসার খুব সকালে বিভিন্ন স্থানে গিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা গরীবদের কাছে গিয়ে ত্রান বিতরণ অব্যাহত রেখেছেন বলে তিনি জানান।
এ অবস্থায় নিজে বাড়ীতে থাকুন নিজে বাঁচুন আপনার পরিবারের সদস্যদের বাঁচান, সমাজকে ও দেশের মানুষকে বাঁচান।
আপনার এলাকায় কেউ বিদেশ থেকে, ঢাকা ও নারায়নগজ্ঞ থেকে এসে থাকলে তাকে ঘরে থাকার ব্যবস্থা করুন। ঘরে না থাকলে উপজেলা প্রশাসনকে জানানোর ব্যবস্থা করুন।
বাংলা৭১নিউজ/এমআর