চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্যে মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্র। যেখানে বোলিংয়ে কাজটা অর্ধেক করে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল-রস্টন চেজরা। ব্যাটিংয়ে নেমে সেই দাপট ধরে রাখেন শাই হোপ এবং নিকোলাস পুরান। বিধ্বংসী ব্যাটিংয়ে ৫৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছেন এই দুই ব্যাটার।
শনিবার (২২ জুন) বার্বাডোজে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রের দেয়া ১২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০ ওভার ৫ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। এই জয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল তারা।
সহজ লক্ষ্য তাড়া করার ম্যাচে ক্যারিবিয়ানদের হয়ে ওপেনিংয়ে নামেন শাই হোপ ও জনসন চার্লস। ব্যাটিংয়ে নেমেই যুক্তরাষ্ট্রের বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন শাই হোপ। আর তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন জনসন চার্লস। এই জুটিতে ভর করে পাওয়ার প্লেতে ৫৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
তবে পাওয়ার প্লের পরের ওভারের ভেঙে যায় এই জুটি। ১৪ বলে ১৫ রান করে হারমিত সিংয়ের বলে ডিপ মিড উইকেটে মিলিন্দ কুমারের হাতে ক্যাচ তুলে দিযে সাজঘরে ফিরে যান জনসন চার্লস। তার বিদায়ে ৬৭ রানে প্রথম উইকেট হারায় ক্যারিবিয়রা।
৬৭ রানে প্রথম উইকেট হারানোর পর নিকোলাস পুরানকে নিয়ে জুটি গড়েন শাই হোপ। দ্বিতীয় উইকেটে এই জুটির ২৩ বলে ৬৩ রানে ভর করে ১০ ওভার ৫ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায ওযেস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন শাই হোপ। মাত্র ২৬ বলে এই অর্ধশতক করেন তিনি। শেষ পর্যন্ত ৩৯ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন তিনি। আর নিকোলাস পুরান অপরাজিত থাকেন ১২ বলে ২৭ রান করে।
এর আগে শনিবার (২২ জুন) বার্বাডোজের ব্রিজটাউনের কেনিংসটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তোপে ১ বল বাকি থাকতেই ১৯.৫ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় অ্যারন জোনসের দল।
বাংলা৭১নিউজ/এসএইচ