বাংলা৭১নিউজ,ঢাকা: অবশেষে সিটি করপোরেশন ও সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর হয়েছে। এখন থেকে সেবা সংস্থা অর্থাৎ ওয়াসা ও তিতাসের মতো ৫৬টি সংস্থাকে কাজ করতে হবে সিটি করপোরেশনের নির্দেশনা অনুযায়ী।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সোমবার এ সংক্রান্ত এক পরিপত্র জারি করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সিটি করপোরেশনের অধিক্ষেত্রে সরকারি বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার কাজে আরো গতি আনতে সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারি দফতরের প্রধানরা সিটি করপোরেশনের আমন্ত্রণে সভায় যোগদান করবেন এবং সভায় গৃহীত সংশ্লিষ্ট সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন।
পাশাপাশি বাস্তবায়নের অগ্রগতি করপোরেশনকে অবহিত করবেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ৪৯ (১৫) ধারা উদ্দেশ্য পূরণকল্পে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেন, এক সন্তানের ৫৬ পিতা। তবুও সমস্যার সমাধান হয় না।
নাগরিক সেবা প্রদানে থাকা এই ৫৬টি সংস্থার সমন্বয়হীনতার কারণেই সমস্যার সমাধান দীর্ঘায়িত হয় বলে উল্লেখ করেন তিনি। উত্তর সিটির মেয়র আনিসুল হকও দক্ষিণের মেয়রের মতোই বলেছেন।
বাংলা৭১নিউজ/সিএইস