বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: র্যাব-৮,পটুয়াখালী ক্যাম্পের একটি দল ১৭ মে বেলা সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন নিউমার্কেট খেয়াঘাট এর উত্তর ওপাড়ে গণির খেয়াঘাট খলিশাখালী গ্রামে জালু হাওলাদারের দোকানে সদর থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ সৌরভ (২২) কে গ্রেফতার করে।
র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ এর নেতৃত্বে র্যাবের দলটি উল্লেখিত স্থানে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আসামী মোঃ সৌরভ (২২)কে গ্রেফতার করেন।
সৌরভের নামে পটুয়াখালী সদর থানায় মামলা নং-২০, তাং- ১৪.১২.১৬ ইং। সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। আটক আসামীকে উল্লেখিত ওয়ারেন্টমূলে সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়। সাধারন ডায়েরী নং- ৭১৯। সৌরভ সদর থানার খলিশাখালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে বলে র্যাব জানায়।
বাংলা৭১নিউজ/জেএস