বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেটা নিজের মধ্যে স্থাপন করতে হবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর জেলখানায় হত্যা: শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল কর্ণফুলীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবার সিলেট সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ দেশের স্বাধীনতা, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করবো না: জামায়াত আমির ডিএমপিতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫২৯ মামলা রোহিঙ্গা ক্যাম্পে আগুনে কয়েকশ’ ঘর ভস্মীভূত, নিহত ২ গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প, ক্ষেপল ডেনমার্ক! নারায়ণগঞ্জে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত দুদকের মামলায় গ্রেফতার সাবেক সচিব ইসমাইল গোপালগঞ্জ পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে ইতিহাস গড়ল বাংলার মেয়েরা বাংলাদেশ-চীন সম্পর্কের স্থিতিশীল ধারা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই জাতীয় নির্বাচন সাবেক এমপি সাইফুল ইসলামকে গ্রেফতারের নির্দেশ বড়দিনের নিরাপত্তার দায়িত্বে সোয়াট-স্পেশালাইজড ইউনিট

ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে ইতিহাস গড়ল বাংলার মেয়েরা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

নারীদের লিস্ট-‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে বাংলার মেয়েরা। সোমবার (২৩ ডিসেম্বর, ২০২৪) রাজকোটের নিরাঞ্জন শাহ স্টেডিয়ামে ‘সিনিয়র উইমেন ওয়ানডে ট্রফি’র কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিপক্ষে ৩৯০ রান তাড়া করে জিতে নতুন ইতিহাস গড়ে। যা নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া জয়।

এর আগে নারীদের ওয়ানডে তথা লিস্ট-‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ৩০৫ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল। ২০১৯ সালে নিউ জিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ক্যান্টারবেরির বিপক্ষে নর্দার্ন ডিস্ট্রিক্ট গড়েছিল সেই রেকর্ড। আর আন্তর্জাতিক মঞ্চে চলতি বছর শ্রীলঙ্কার মেয়েরা ৩০৫ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যা সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া জয়ের রেকর্ড।

 এদিন হরিয়ানা আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৮৯ রান করে। শেফালি ভার্মা ১১৫ বলে ১৯৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তার ইনিংসে ২২টি চার ও ১১টি ছক্কার মার ছিল। এটা ছিল এবারের আসরে তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে উত্তর প্রদেশের বিপক্ষে তিনি ৯৮ বলে ১৩৯ রান করেছিলেন।

জবাব দিতে নেমে বাংলার মেয়েরাও ঝড় তোলে ব্যাট হাতে। ৯ ওভারেই তুলে ফেলে ১০০ রান। এ সময় দারা গুজার ৪৯ বলে ৬৯ ও স্বস্তি মন্ডল ২৯ বলে করেন ৫২ রান। ওয়ান ডাউনে নামা তনুশ্রী সরকার ৮৩ বলে ২০ চারে ১১৩ রানের ইনিংস খেলেন।

এরপর উইকেটরক্ষক ব্যাটার প্রিয়াংকা বালা ৮টি চার ও ১ ছক্কায় ৮৮ রানের ইনিংস খেলে জয়টা নাগালে নিয়ে আসেন। শেষ দিকে প্রতিভা ২৮ ও ঋষিতা বসু ১১ রানের ইনিংস খেলে ৪৯.১ ওভারে রেকর্ড রান তাড়া করার জয় নিশ্চিত করেন। নিশ্চিত করেন সেমিফাইনাল।

ম্যাচসেরা হন সেঞ্চুরি হাঁকানো বাংলার তনুশ্রী।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com