ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি-কে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানিয়েছে কিয়েভ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দ্য ওয়ার জোন সাময়িকীর সাংবাদিক হাওয়ার্ড অল্টম্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানভ।
তিনি দাবি করেছেন, তারা জানতে পেরেছেন যে, প্রিগোজিনকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছে এফএসবি-কে। তারা এই কাজে সফল হতে পারবে কি না, ভবিষ্যতে সেটা দেখা যাবে।
ভার্চুয়ালি দেওয়া সাক্ষাৎকারে কিরিলো বুদানভ বলেন, তবে দ্রুত এই হত্যাকাণ্ড সংঘটিত হবে না বলে মনে করেন তিনি। তার মতে, সঠিকভাবে কাজটি সম্পন্ন কারার জন্য এফএসবি সময় নেবে। আর এর মধ্য দিয়ে একটি বড় প্রশ্ন সামনে এসেছে যে, এফএসবি কি এই কাজে সফল হবে; কিংবা তারা কি প্রিগোজিনকে হত্যার সাহস দেখাবে?
এদিকে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলছে, নিয়মিত বাহিনীতে যোগ না দেওয়ায় ওয়াগনার যোদ্ধাদের আর অর্থ দেওয়া হবে না। তারা আর ইউক্রেন যুদ্ধেও অংশ নেবে না। ফলে ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের ভাগ্যে এখন কী ঘটবে, সেটাও এই মুহূর্তে স্পষ্ট নয়।
বাংলা৭১নিউজ/আরএস