শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

ওয়াইজেএফবি`র কমিটি গঠন

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৯ বার পড়া হয়েছে

ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম, বাংলাদেশের (ওয়াইজেএফবি) কার্যনির্বাহী কমিটি ২০২২-২৪ গঠন করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) রাজধানীর বিজয় নগরে ইস্টার্ন আরজু টাওয়ারে এক সাধারণ সভায় সর্বসম্মক্রমে সংগঠনের ২০২২-২৪ মেয়াদের কমিটি গঠন করা হয়।

এতে বাসসের তানভীর আলাদিন সভাপতি ও মহিউদ্দিন কাদেরকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন সভাপতি তানভীর আলাদিন।

কমিটির অন্যান্যরা হলেন-

সহ-সভাপতি আলী ইমাম সুমন (আমাদের সময়), ড. জ্যোস্না লিপি বিশ্বাস (সরাসরি), আবদুল্লাহ আল মাহমুদ মীম (আমার বার্তা), এ. কে. আজাদ (ভয়েস অব ঢাকা), অমিতাভ রহমান (ডিবিসি টিভি), তাসলিমা পারভীন (ঢাকা মেইল)। যুগ্ম–সম্পাদক আউয়াল চৌধুরী (একুশে টিভি), সুমন মোস্তফা (নিউজজি), জাওহার ইকবাল খান (ভোরের পাতা), সৈয়দ এলতেফাত হোসেন (বাসস), আলম শামস (ইনকিলাব), সৈয়দ সাখাওয়াত হোসেন মিশু (ঢাকা পোস্ট), কোষাধ্যক্ষ হাবিবুর রহমান বাবু (মাতৃভূমির খবর), সাংগঠনিক সম্পাদক নির্মল কুমার বর্মন (সময়ের আলো), দপ্তর সম্পাদক  মো. ইসরাফিল হোসাইন (জাগো নিউজ), প্রচার সম্পাদক রফিকুল ইসলাম (দ্য বিজনেস পোস্ট), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন (আবাস), আইন বিষয়ক সম্পাদক মাসুম আহাম্মদ (সাপ্তাহিক শিকড় সন্ধানে), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম মিজান (ভোরের কাগজ), নারী উন্নয়ন সম্পাদক সালমা আফরোজ (আলোকিত বাংলাদেশ), যুব ও প্রশিক্ষণ সম্পাদক জাকির হুসাইন (আজকালের খবর), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সুফি ইমরান (বাসস), সংস্কৃতি ও বিনোদন সম্পাদক এস এম মুন্না মিয়া (নয়া শতাব্দী), সমাজকল্যাণ সম্পাদক তাহমিনা ইসলাম তালুকদার (বাসস), শিক্ষা ও গবেষণা সম্পাদক এস.এম. মাসুদ রানা (দ্যা মর্নিং গ্লোরি), আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ আবু হানিফ (সমাচার), পরিবেশ বিষয়ক সম্পাদক এমরুল হাসান বাপ্পী (ডেইলি স্টার), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সিদ্ধার্থ শংকর ধর (সরাসরি)।

নির্বাহী সদস্য- হাসান মাহমুদ (রাইজিং বিডি), সাজু আহমেদ (জনকণ্ঠ), এম. নজরুল ইসলাম (বাংলাদেশের খবর), একরামুল ইসলাম বিপ্লব (বনিক বার্তা), হুমায়ূন কবির তমাল (আজকের পত্রিকা), গোলাম রাব্বানি বিকাশ (নিউ নেশন), গোলাম সামদানি (সারাবাংলা ডটনেট), রাকিব উদ্দিন (সংবাদ), নারগিস কবির লিন্ডা (ডেইলি ট্রাইব্যুনাল), এস এম এ কালাম (বাংলানিউজ২৪ডটকম), এম. জহিরুল ইসলাম (বাংলাদেশের খবর), মো. রাশিম মোল্লা (মানবজমিন), আরিফুর রহমান (আজকালের খবর), সালেহীন বাবু (বাংলাদেশের খবর), শেখ মু. শিমুল (আরটিভি, মুন্সিগঞ্জ), নাজমুল হক শামীম (মানবজমিন), ইউসুফ আলী বাচ্চু (ভোরের পাতা), রফিকুল ইসলাম ( জনকন্ঠ), শিবলী নোমানী (ইত্তেফাক), শরফুল আলম (এটিএন বাংলা), আরিফুল ইসলাম (নিউজ ২৪. কম) ও আবুল বারাকাত (ভোরের পাতা)।

এর আগে মহিউদ্দিন কাদেরের সঞ্চালনায় তানভীর আলাদিনের সভপতিত্বে সভায় বক্তৃতা করেন একে আজাদ, জাওয়ার ইকবাল খান, আউয়াল চৌধুরী, মাসুম আহমেদ, এস এম মিজান, আবদুল্লাহ আল মাহমুদ মীম, আলম শামস, নির্মল কুমার বর্মন, সৈয়দ সাখাওয়াত হোসেন (মিশু), হাবিবুর রহমান বাবু, রফিকুল ইসলাম, মো. ইসরাফিল হোসাইন, সুমন মোস্তফা ও মুহম্মদ আবু হানিফ প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com