বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০৪ সালে পাংশা থানার তৎকালীন ওসি মিজানুর রহমান হত্যার প্রধান আসামী দুর্ধর্ষ সন্ত্রাসী মতিন গ্রুপের প্রধান আব্দুল মতিনকে (৩০) বুধবার বিকেলে আটক করেছে।
বিকেলে শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মতিন রাজবাড়ি এলাকার ত্রাস। সে কালুখালি থানার বিশই-সাওরাইল গ্রামের আজিজ ম-লের ছেলে। সে রাজবাড়ি ও পাংশা এলাকায় নিজের নামে বাহিনী গড়ে তুলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের একটি দোকান থেকে সন্ত্রাসী মতিনকে আটক করা হয়।
উল্লেখ্য, ২০০৪ সালে পাংশা থানার তৎকালীন ওসি মোঃ মিজানুর রহমানকে গুলি করে হত্যা হয়। আটককৃত মতিন সেই হত্যা মামলার প্রধান আসামী বলে পুলিশ জানিয়েছে। তার নামে পাংশা ও রাজবাড়ি থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র সহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে কালুখালী থানার উপ-পরিদর্শক রনি গোপাল সরকার বলেন, সন্ত্রাসী মতিনের নামে কতগুলি মামলা আছে তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে সে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামী।
বাংলা৭১নিউজ/জেএস