বাংলা৭১নিউজ,(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় মিলন মিয়া (২৫) নামে এক ওষুধ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিলন মিয়া কালাইকান্দি গ্রামের কালা চাঁন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি গ্রামের পাশে একটি ক্ষেতে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পড়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, নিহত মিলন মিয়া স্থানীয় কালাইকান্দি মোড় বাজারে ওষুধ ও কাপড়ের ব্যবসা করতেন। পূর্বশত্রুতার জেরে কে বা কারা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
বাংলা৭১নিউজ/এমএস