শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শান্তিতে নোবেল জিতলো জাপানি সংস্থা নিহন হিডানকিও যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে: সেলিমা রহমান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলন পণ্ড হলো হামলায় ডিমের দাম বৃদ্ধি, সেটা কারসাজি: উপদেষ্টা ফরিদা আখতার পূজা উদযাপন কমিটির নেতার অনুরোধেই মণ্ডপে যান শিল্পীরা : পুলিশ ‘সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে আসছে’ বিএনপির নাম করে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী ১০০ টাকার ওপরে সবজির কেজি, কাঁচামরিচ ৪০০ জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলি হামলা, বিশ্বজুড়ে নিন্দার ঝড় নেত্রকোনায় নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে হারিকেন মিল্টনের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ১০ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে হারল পাকিস্তান মিয়ানমার নৌবাহিনীর গুলিতে জেলে নিহত, বাংলাদেশের প্রতিবাদ পাকিস্তানে কয়লা খনিতে হামলা, ২০ শ্রমিক নিহত মধুমতির ভাঙনের ঝুঁকিতে স্কুল-মাদরাসা-মসজিদ বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ২২, আহত ১১৭ বিশ্বে ৮ শিশু ও তরুণীর মধ্যে একজন ধর্ষণ-যৌনহয়রানির শিকার এটিএম থেকে বিকাশে রেমিটেন্স ক্যাশ আউট ৭ টাকায় বগুড়ায় বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারকে অর্থ সহায়তা দিলো জামায়াত

ওষুধ ছাড়াই সাইনাসের ব্যথা কমানোর ৫ উপায়

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১৭ বার পড়া হয়েছে

শীত আসতেই সাইনাসের সমস্যা বেড়ে যায়। বায়ু দূষণ, ঋতু পরিবর্তন, ঠান্ডা আবহাওয়ার কারণে সাইনাসের সমস্যা হতে পারে। যারা সাইনাসের সমস্যায় ভোগেন তারাই জানেন এটি কতটা কষ্টকর। হঠাৎ ঠান্ডা লাগা, শ্বাসকষ্ট, সর্দি ও তীব্র মাথা ব্যথায় প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে হয় সাইনাস সংক্রমণের ফলে।

সাইনাস হলো মাথার এমন একটি অংশ, যার কাজ নাকের ভিতর দিয়ে বাতাস চলাচলে সাহায্য করা। কোনো কারণে সাইনসের ভেতরে সংক্রমণ হলে বাতাস চলাচলে বিঘ্ন ঘটে। তখন তীব্র মাথাব্যথা হয়। কারও কারও ক্ষেত্রে তীব্র শ্বাসকষ্টও দেখা দেয়।

প্রাথমিক অবস্থায় এই সংক্রমণ শনাক্ত না হওয়ায় একসময় তা মাত্রারিকক্ত বিপদের কারণ হয়ে দাঁড়ায়। সবাই সাধারণ মাথাব্যথা বা সর্দি ভেবে গুরুতর সাইনাসের সমস্যাকে অবহেলা করেন।

 

তবে সাইনাসের সমস্যা বেড়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি ঘরোয়া উপায়েও এ সমস্যা সারানোর চেষ্টা করতে পারেন। এজন্য অনুসরণ করুন ৫ উপায়। জেনে নিন সাইনাসের সমস্যা কমাতে কী কী করবেন-

>> সাইনাসের সঙ্গে লড়াইয়ের প্রধান হাতিয়ার হলো গরম তরল খাবার। এতে নাসারন্ধ্রে জমে থাকা মিউকাস অনেক তরল হয়ে যায়। ফলে কপালে চাপ ধরে থাকা ব্যথা সহজেই দূর হয়।

 

>> হালকা গরম পানি হাতের তালুতে নিয়ে নাক দিয়ে নিয়ে টানতে পারেন। প্রাথমিকভাবে নাকের ভেতরে অস্বস্তি ও জ্বালা হতে পারে। এতে নাকের ভেতরে জমে থাকা ময়লা সহজেই পরিষ্কার করে দেয়।

সাইনাসের ভেতরে সংক্রমণ হলে, সেটি কমাতে সাহায্য করে। প্রতিদিন দুবার করে এই উপায় অনুসরণ করলে কমে যেতে পারে সাইনাসের সমস্যা।

 

>> সাইনাসের সমস্যা অনেকটাই কমে যায় অতিরিক্ত পানি খেলে। বেশি করে পানি খেয়ে সাইনাসে জমা ময়লা শরীর থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় বের হয়ে যায়। তাতে নাক পরিষ্কার হয় দ্রুত ও ব্যথা কমে। বেশি করে তরল খাবার খেলেও সাইনাসের সমস্যা কমে।

>> সাইনাসের সমস্যা কমাতে খেতে পারেন একটি বিশেষ পানীয়। এজন্য লাগবে এক চামচ অ্যাপল সিডার ভিনেগার, অল্প আদা কুচি, লেবু, সামান্য গোলমরিচ, হলুদ আধা চা চামচ, ৩-৪ কোয়া রসুন। এগুলো একসঙ্গে পানিতে ফুটিয়ে নিন।

 

মিশ্রণটি চায়ের মতো চুমুক দিয়ে খান। এতেও সাইনাসের ব্যথা কমবে। চাইলে এ মিশ্রণে মধুও মিশিয়ে নিতে পারেন। এতে আরও ভালোভাবে কাজ করবে পানীয়টি।

>> সর্দি-কাশি সারাতে অনেকেই গরম ভাঁপ নেন। এ সময় গরম পানিতে কয়েক ফোঁটা ইউক্যালিপটাসের এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এতেও সাইনাসের ব্যথা দ্রুত কমবে।

সূত্র: হেলথলাইন

বাংলা৭১নিউজ/পিকে

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com