বাংলা৭১নিউজ, ঢাকা: আজকের এই শিক্ষার্থী ও নতুন প্রজন্ম ওরা মিলে আগামী দিনের বাংলাদেশ গড়বে এমন আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে বই উৎসবে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সামনে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে ইনটেলেকচ্যুয়াল ডেভেলপমেন্ট এবং আমাদের শিক্ষাকে বিশ্বমানের করে তোলা। আমরা সেটি পারব। আমাদের নতুন প্রজন্মের হাত ধরেই সেটি সম্ভব।
তরুণ শিক্ষার্থীদের প্রতি প্রত্যাশার কথা জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, এরই ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলবে, নেতৃত্ব দেবে এবং বিশ্ব সমাজে আমাদের দেশকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আমরা বিশ্ব সমাজের সবচেয়ে মর্যাদাপূর্ণ জাতি হিসেবে স্থান করে নিতে পারি।
তরুণ শিক্ষার্থীদের উন্নতমানের শিক্ষা, জ্ঞান, প্রযুক্তি এবং দক্ষতা দিয়ে গড়ে তোলা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলাই হচ্ছে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। আর আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার জন্যই যারা এই দায়িত্ব পালন করবেন তারা হচ্ছেন আমাদের এই নতুন প্রজন্ম, আমাদের এই শিক্ষার্থীরা। তাদেরকে বিশ্বমানের শিক্ষা দিয়ে গড়ে তোলা হবে। সূত্র: জাগোনিউজ।
বাংলা৭১নিউজ/জেএস