ওমানের সালালাহ নগরীতে সড়ক দুর্ঘটনায় আবদুর রহিম (২৫) নামের এক বাংলাদেশি মারা গেছেন। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টায় ওমানের সুলতান কাবুস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল ১০টার দিকে দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত প্রবাসী আবদুর রহিম কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তোফর আলী ভুঁইয়া বাড়ির ওবাইদুল হক ওরফে ওদু কারিগরের ছোট ছেলে।
শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে নিহত ব্যক্তির বড় ভাই আবদুর রহমান শিপন ওমানে দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আবদুর রহিম সালালাহ নগরীর সড়কে গাড়িচাপায় আহত হন। পরে প্রবাসীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
শিপন আরও জানান, তিনমাস আগে ওমান পাড়ি দেন আবদুর রহিম। তার দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে।
মুছাপুর ৩ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার শেখ ফরিদ বলেন, আবদুর রহিম ছেলে হিসেবে অত্যন্ত ভালো ছিল। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ