ওমানের সালালাহ নগরীতে বেপরোয়া গতির প্রাইভেটকারের চাপায় আব্দুল্লাহ আল নোমান (২৭) নামের কোম্পানীগঞ্জের এক প্রবাসী নিহত হয়েছেন।
শুক্রবার (১২ মার্চ) স্থানীয় সময় রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী আব্দুল্লাহ আল নোমান(২৭) নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওহিদুর রহমানের নতুন বাড়ির ওহিদুর রহমানের মেজ ছেলে।
শনিবার (১৩ মার্চ) সকালে নিহতের মামা আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নোমান সালালাহ নগরীর সড়কে হাঁটা অবস্থায় ফোনে কথা বলছিলেন। ওই সময় পেছন থেকে বেপরোয়া গতির প্রাইভেটকার তাকে চাপা দেয়। পরে স্থানীয় প্রবাসীরা উদ্ধার করে নিকটস্থ সুলতান কাবুস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এমকে